ঢাকা টেস্ট : টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ১০:০০ এএম

টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মিরপুরে আজ শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ম্যাচটি।

সিরিজে সমতা ফেরাতে বেশ কিছু পরিবর্তন এসেছে স্বাগতিক শিবিরে। টেস্টে বাংলাদেশের ৯৯তম খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। সুস্থ হয়ে ফিরেছেন সাকিব আল হাসানও। 

বাংলাদেশের একাদশে বিশেষজ্ঞ ব্যাটসম্যান সাতজন, পেসার দুইজন ও স্পিনার রয়েছে দুইজন।

মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আবু জায়েদের জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ হোসেন। ইয়াসির আলীর জায়গায় ফিরেছেন সাকিব এবং সাইফ হাসানের জায়গায় আন্তর্জাতিক অভিষেক হচ্ছে মাহমুদুলের।

পাকিস্তান দলে কোনও পরিবর্তন নেই। প্রথম টেস্টের একাদশ নিয়েই তারা মাঠে নামছে। সিরিজের প্রথম টেস্ট পাকিস্তান জিতেছে ৮ উইকেটের ব্যবধানে। 

বাংলাদেশ দল

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, ইবাদত হোসেন।

পাকিস্তান দল

আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন আফ্রিদি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh