‘বালিশ’ নিয়েই ঢাকা ছাড়লেন রিজওয়ান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৬ পিএম

পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশে সিরিজ খেলতে ব্যক্তিগত বালিশ নিয়ে এসেছিলেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

নিজ দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশে নিজের প্রিয় বালিশ নিয়ে সফর করার পর, এবার সেই বালিশ নিয়েই বাংলাদেশে ছেড়েছেন রিজওয়ান।

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান দল। সেখান থেকে তারা দেশে ফিরবে।

বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের বহরে দেখা যায়, বালিশ বুকে জড়িয়ে ধরেই প্লেনের দিকে যাচ্ছেন রিজওয়ান।

মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে এলেন বাংলাদেশে।

পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে, সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরার বিমানে উঠলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh