স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ পিএম

সম্মেলনের উদ্বোধন

সম্মেলনের উদ্বোধন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে দিনব্যাপী “বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২১” অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। 

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ কর্মশালার সভাপতিত্ব করেন। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ রফিকুল ইসলাম ও এম লতিফ হাসান এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান ও যুগ্ম-পরিচালক মো. লুৎফুল হায়দার পাশা উক্ত কর্মশালায় বক্তব্য প্রদান করেন। 

স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএফও মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ ঝুঁকি সম্মেলনে সঞ্চালকের ভূমিকা পালন করেন। 

ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, সকল শাখা ব্যবস্থাপক ও বিনিয়োগ বিভাগের কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৪০০ জন কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh