শিশু-কিশোরদের জন্য নিরাপদ ভিডিও শেয়ারিংয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৩৭ পিএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১, ১০:১৪ পিএম

ইন্টারনেটে শিশু-কিশোরদের নিরাপদ কন্টেন্ট দেখা নিশ্চিত  করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, আপনার শিশু কি দেখছে ইউটিউবে? কোন খারাপ কোনো সাইটে ঢুকে পড়ছে কিনা? অভিভাবক হিসেবে এটার খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

শিশু-কিশোরদের জন্য নিরাপদ ভিডিও শেয়ারিং অ্যাপ বেবিটিউবের আয়োজনে বিজয়ের ৫০ বছর উপলক্ষে ‘বিজয়ের হাসি’ অনুষ্ঠানে হোসেন জিল্লুর আরও বলেন, আমাদের বাচ্চারা বাইরের কন্টেন্ট দেখে বড় হচ্ছে। বাইরের দেশের ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে। সেক্ষেত্রে বেবিটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিসিমপুর, মিনার মতো কন্টেন্ট শিশু কিশোরদের দিতে হবে। শিশুরা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষনীয় বিষয়গুলো নিতে পারে। 

বেবিটিউব এর চেয়ারম্যান সাইদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, ড্যাফোডিল ফ্যামেলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh