বাঁধাকপির মাঠ থেকে নবজাতক উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৩৩ পিএম | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৫৭ পিএম

নবজাতক উদ্ধার

নবজাতক উদ্ধার

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামে বাঁধাকপির মাঠ থেকে এক নবজাতকে উদ্ধার করেছে স্থানীয় এক নারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে। 

স্থানীয় আরিফ হোসেন জানান, দুপুরে এক নারী মাঠে কাজ করছিলেন। তখন সে মাঠ থেকে একটু দূরে দেখতে পান একটি মাইক্রবাস রাস্তায় থামে। তার কিছুক্ষণ পর কয়েকজন মাইক্রো থেকে নেমে সবজি ক্ষেতের দিকে যেতে দেখেন। পরে গাড়িতে উঠে চলে যায়। বিষয়টি নিয়ে ওই নারীর সন্দেহ হলে সেখানে গিয়ে তিনি দেখতে পান এক নবজাতক কাঁদছে। পরে তিনি নবজাতক শিশুকে উদ্ধার করে আশপাশের মানুষকে বিষয়টি জানান।

এ বিষয়ে লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাটি এখন ৫নং ওয়ার্ডের মহিলা মেম্বার সায়েরা খাতুনের হেফাজতে রয়েছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। 

উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। বুধবার যশোর সমাজসেবা অধিদপ্তরের কাছে নবজাতকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh