তিন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১০:৩৩ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে (সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও প্রবাসীকল্যাণ ব্যাংক) ২০১৯ সালভিত্তিক ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৬ জানুয়ারি ২০২২ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে (সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও প্রবাসীকল্যাণ ব্যাংক) ২০১৯ সালভিত্তিক ‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)’ পদের লিখিত পরীক্ষা গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৬ জানুয়ারি বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে অনুষ্ঠিত হবে।

তিন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি

মৌখিক পরীক্ষার জন্য নতুন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। কাগজপত্র চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি এবং অনলাইনে আবেদনের তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার আগে বিএসসিএসের যাচাই প্রতিনিধির কাছে জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। যেসব কাগজপত্র জমা দিতে হবে, এ লিংকে তা জানা যাবে।

পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর: ১০১১, ১০৭৯, ১১০৭, ১১১৭, ১১৫৭, ১১৬৩, ১১৭৬, ১২০১, ১২৬০, ১২৭৪, ১২৭৫, ১২৯৮, ১৩৪২, ১৩৯২, ১৪০৭ ও ১৪২০।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh