অচেনা কল থেকে বাঁচবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়। তবে সহজ পদ্ধতি অনুসরণে মিলতে পারে সমাধান। 

চলুন তবে জেনে নিন অচেনা কল থেকে বাঁচার উপায়-

অজানা কলার খুঁজে পাবেন যেভাবে

প্রতিটি টেলিকম সংস্থার কাছে ব্যবহারকারীর সব ফোন কল রেকর্ড করা থাকে। সেক্ষেত্রে কোনো অজানা কলারের সন্ধান করতে হলে সবচেয়ে ভালো উপায় হলো টেলিকম সংস্থার সঙ্গে যোগাযোগ করা।

আইফোনে অযাচিত কল ব্লক করবেন যেভাবে

প্রথমেই ‘সেটিংস’ অপশনে যান। নিচের দিকে স্ক্রল করুন। ‘ফোন’ অপশনে ট্যাপ করুন। ‘সাইলেন্স আননোন কলার’ অপশনে ক্লিক করুন। সবশেষে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

অ্যান্ড্রয়েডে অযাচিত কল ব্লক করবেন যেভাবে

প্রথমেই ‘ডায়ালার’ খুলুন। তারপরে তিনটি ভার্টিকাল ডটে ক্লিক করুন। ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন। ‘ব্লক নম্বর’ অপশনে ট্যাপ করুন। সবশেষে ‘ব্লক আননোন কলার’ অপশনে ক্লিক করুন।

নির্দিষ্ট কোনো নম্বর ব্লক করবেন যেভাবে

এ ফিচারটি ব্যবহারকারীর স্মার্টফোনেই থাকে। বেশির ভাগ ফোন নম্বরে ক্লিক করে সেখান থেকে ব্লক করার অপশনটি দেখানো হয়।

আইফোনে নির্দিষ্ট নম্বর যেভাবে ব্লক করবেন

‘ডায়ালার’ অপশনে যান। যে নম্বরটি ব্লক করতে চান, তাতে স্ক্রল করুন। একটা ‘i’ অপশন দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে ‘ব্লক’ অপশনটি বেছে নিন।

অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট নম্বর যেভাবে ব্লক করবেন

ডায়ালার অপশনে চলে যান প্রথমে। এবার ‘রিসেন্ট’ অপশনে ট্যাপ করুন। যে নম্বরটি ব্লক করবেন, সেটি বাছাই করুন। এখানেও সেই ‘i’ অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন। স্ক্রল ডাউন করুন। এবার ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh