আকরাম খানের পদত্যাগের সুযোগ নেই: পাপন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৪:৩৭ পিএম

গণমাধ্যমের মুখোমুখি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

গণমাধ্যমের মুখোমুখি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন আকরাম খান স্ত্রী জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্সে থাকছেন তিনি। এরপর মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে গণমাধ্যমের সাথে বলেন আকরাম খান। কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না, এসে জানিয়েছিলেন সেটাই। বলেছিলেন বিসিবি সভাপতির সাথে কথা বলে জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আর বিসিবি সভাপতি পাপন জানিয়েছেন, আকরামের পদত্যাগ করারও সুযোগ নেই।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান জানান, ‘এটা আমার পারিবারিক  সিদ্ধান্ত। ৮ বছর ধরে আমি এই পদে আছি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চুড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।’

আজ বুধবার (২২ ডিসেম্বর) বিসিবিতে জরুরী সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সভাপতি নাজমুল হাসান পাপন। আকরাম খান ইস্যুতে পাপন বলেন, ‘আমরা তো নতুন কমিটিই গঠন করিনি, ও চাকরি ছাড়বে কি? ও বলেছে আপনি যদি বলেন তাহলে আমার থাকতে আপত্তি নাই। তাই আকরামের পদত্যাগ করারও সুযোগ নেই।’

একইসাথে বিসিবি সভাপতি জানিয়েছেন আকরাম খান তার পদে অনেক বেশী সফল। আকরামের সাথে কথা বলে বিসিবি সভাপতির মনে হয়েছে যে, আকরামের কাজের চাপ কিছুটা বেশী হয়ে যাচ্ছে, পরিবারকে সময় দিতে পারছে না। সেকারণে আকরাম হয়তো অন্য কোনো পদে থাকতে চান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh