অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকার বুস্টার ডোজ বলে দাবি করেছে গবেষকরা। পরীক্ষাগারে গবেষণায় দেখা গেছে, এ টিকার তৃতীয় ডোজ নিলে শরীরে অ্যান্টিবডির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ে।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।  

ওমিক্রনের দাপটের মুখে বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের। বড়দিনের উৎসব ঘিরে করোনার বড় ধাক্কা আসতে পারে, এমন আশঙ্কায় এরই মধ্যে অনেক দেশ নানা বিধিনিষেধ আরোপ করেছে। তারা জোর দিচ্ছে টিকা দেয়ার ওপর।

তবে ওমিক্রন নিয়ে সুখবর শুনিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। তারা জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ডেলটার তুলনায় বেশ কম।

বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের টিকা ‘ভ্যাকজেভরিয়া’–এর বুস্টার ডোজ শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়িয়ে দেয়, যা ওমিক্রনের বিরুদ্ধে বেশ কার্যকর। টিকাটির দুই ডোজ নিলে ডেলটার বিরুদ্ধে যে সুরক্ষা মেলে, বাড়তি এক ডোজ নিলে ওমিক্রনের বিরুদ্ধে একই রকম সুরক্ষা পাওয়া যায়।

এমনকি করোনায় আক্রান্ত হয়ে প্রাকৃতিকভাবে সেরে ওঠা ব্যক্তিদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, বুস্টার ডোজ নিলে তার চেয়ে বেশি অ্যান্টিবডি দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh