ইস্টার্ন ইউনিভার্সিটিতে মুজিব শতবর্ষ উদযাপন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:২০ পিএম

মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন

মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন

মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। 

বুধবার (২২ ডিসেম্বর) সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আশুলিয়া এলাকার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ। 

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। 

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস সোহরাব হোসেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্বাস আলী খান। সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

বিকেলে ক্যাম্পাসে আশুলিয়া এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আলী আজ্জম। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ কর্মসূচিতে সহায়তা করে ইস্টার্ন ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব।    

মানিকগঞ্জে শীতবস্ত্র বিতরণ

একই দিনে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মানিকগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের বড় বাহাদুরপুর গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮০০ শীতার্ত ব্যক্তিকে কম্বল দেয়া হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থে এসব কম্বল কেনা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের সমন্বয়কারী ড. শারমিন ইসলাম, ক্লাবের প্রেসিডেন্ট শিবলী খান, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শান্ত হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh