মাদকসহ গ্রেফতার সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:৩০ পিএম

সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান

সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান

মাদকসহ গ্রেফতার কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও উলিপুর উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৬ ডিসেম্বর মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে গত ২২ অক্টোবর র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুরের শাপলা চত্বর এলাকা থেকে ১২ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে ২৬ অক্টোবর তিনি শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানকে সরকারি চাকরি আইন-২০১৮-এর ৩৯ (২) ধারা এবং বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ বিধি ৭৩-এর নোট (২) মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

তার এই বরখাস্তের আদেশ ২২ অক্টোবর থেকে কার্যকর হবে এবং তিনি বিধিমোতাবেক খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh