বিপিএলের তালিকায় নেই সাইফুদ্দিন, অভিমান করে ফেসবুকে পোস্ট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১০:৩০ পিএম

মোহাম্মদ সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন

দেশের ক্রিকেটে অবস্থাটা খুব একটা ভালো না। একের পর এক বিতর্কেও জড়িয়েছে দেশের ক্রিকেট। এর মধ্যে জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ফেসবুক স্ট্যাটাস জন্ম দিয়েছে নতুন জল্পনা।

অভিমানী সুরই ভেসে উঠেছে তার স্ট্যাটাসে। তার সঙ্গে যোগাযোগ করা না গেলেও অভিমানের কারণটা অনুমান করা খুব বেশি কঠিন কিছু না। ইনজুরিতে জাতীয় দলের বাইরে তিনি অনেক দিন ধরে। শোনা গিয়েছিল, আসন্ন বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন সাইফউদ্দিন।

করবেন শুধু ব্যাটিং। কিন্তু বৃহস্পতিবার ড্রাফটের জন্য ঘোষণা করা ২১০ ক্রিকেটারের নামের মধ্যে নেই তার নাম। এ নিয়েই সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সাইফউদ্দিন যে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন, সেটি মনে করিয়ে দিতেই বোধ হয় দিয়েছেন ব্যাটিংয়ের একটা ছবিও।

ফেসবুকে সাইফউদ্দিন লিখেছেন, ‘আমাদের মত সাধারণ জুনিয়ার প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোন সময় নেই হয়তো। কারো প্রতি কোন অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh