বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১১:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে থানচিতে চারদিন ও রোয়াংছড়িতে দুইদিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। সোমবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এতথ্য জানানো হয়।

রবিবার (২৬ ডিসেম্বর) রোয়াংছড়ি ও থানচির আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলার মধ্যে থানচির নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছড়ির দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। এসব পর্যটনকেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটকের আগমন ঘটে।

জেলা প্রশাসন সূত্র জানায়, রোয়াংছড়িতে ২৫ ও ২৬ ডিসেম্বর—এ দুইদিন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী সহিংসতা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকসহ বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh