তুরস্কে যুক্তরাষ্ট্রের কূটনীতিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৯ পিএম

ইস্তানবুল বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ইস্তানবুল বিমানবন্দর। ছবি: সংগৃহীত

জাল পাসপোর্ট ইস্যুর অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, গ্রেফতার ব্যক্তি কোনো কূটনীতিক নন।

বুধবার (২২ ডিসেম্বর) ইস্তাম্বুল পুলিশের বরাত দিয়ে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। 

সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনস্যুলেটে কর্মরত।

গত ১১ নভেম্বর ওই মার্কিন কূটনীতিককে প্রাথমিকভাবে ইস্তানবুল বিমানবন্দরে আটক করা হয়।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে কূটনীতিক গ্রেফতারের ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh