ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার, আটক ১৩ এজেন্ট

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ এএম

ফেনী জেলার মানচিত্র

ফেনী জেলার মানচিত্র

ফেনীতে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে বিভিন্ন প্রার্থীর ১৩ জন পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ। 

আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্য চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া তাদের থানা হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফোরকান মোল্লা বলেন, ভোটকেন্দ্রের ভেতর মোবাইল ফোন ব্যবহার করায় ১৩ জন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।

সারা দেশের মতো চতুর্থ ধাপে ফেনীর সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

এর আগে ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কায় আরও ৩০ জনকে আটক করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh