বেসিস নির্বাচনে ওয়ান টিমের সংখ্যাগরিষ্ঠতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:৪৬ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্য্যার আ্যন্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্যানেল ওয়ান টিম। প্যানেলটি জেনারেল ক্যাটাগরিতে ৪টি পদসহ অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে জয় পেয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে শুটিং ফেডারেশেনে অনুষ্ঠিত হয় এ নির্বাচন। ভোট গ্রহণ চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জেনারেল ক্যাটাগরিতে ওয়ান টিমের বিজয়ী সদস্যরা হলেন প্যানেল নেতা টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ, গিগা টেকের সামিরা জুবেরী হিমিকা, এনরুট ইন্টারন্যাশনালের আবু দাউদ খান এবং টেকনোগ্রামের এ কে এম আহমেদুল ইসলাম।

এখানে অ্যাফিলিয়েটে পাঠাওয়ের ফাহিম আহমেদ এবং অ্যাসোসিয়েটে ড্রিমার্জ ল্যাবের তানভীর হোসেন খান জিতেছেন।

অন্যদিকে, সিনার্জি স্কোয়াড প্যানেল জেনারেল ক্যাটাগরিতে ৪টি পদে জয় পেয়েছে। তাদের বিজয়ী প্রার্থীরা হলেন প্যানেল নেতা টেকনো হ্যাভেনের হাবিবুল্লাহ এন করিম, অ্যাডভান্সড ইআরপির মোস্তাফিজুর রহমান সোহেল, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের মুশফিকুর রহমান, ড্রিম৭১ বাংলাদেশের রাশাদ কবির। এছাড়া, আন্তর্জাতিক সদস্য ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সৈয়দ এম কামাল।

সংগঠনটির ২০২২-২৩ সেশনের এ নির্বাচনে ২ বছর মেয়াদের জন্য ১১ পদে মোট ২৯ জন প্রার্থী লড়েছেন। সংগঠনটির মোট ১ হাজার ৮১৬ জন সদস্যদের মধ্যে এবার ভোটার ছিল ৮৭৬ জন সদস্য। যেখানে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৬৫৪ জন, অ্যাসোসিয়েটে ভোটার ১৮২ জন, অ্যাফিলিয়েটে ৩৭ জন। এছাড়া আন্তর্জাতিক সদস্য ভোটার রয়েছেন ৩ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh