নোয়াখালীতে ৯ ইউপিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০৩ পিএম

নির্বাচনে বিজয়ী প্রার্থী। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নির্বাচনে বিজয়ী প্রার্থী। ছবি : নোয়াখালী প্রতিনিধি

চতুর্থ ধাপে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নের ৯টিতে নৌকা, ছয়টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও একটিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  

গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে দুই উপজেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা এ ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, সদর উপজেলায় ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে সাতজন ও স্বতন্ত্র দুইজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।  

সদর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- কাদির হানিফ ইউনিয়নে আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর, ১নং চরমটুয়া ইউনিয়নে কামাল উদ্দিন বাবলু। 

একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন- আন্ডারচর ইউনিয়নে মো. জসীম উদ্দিন, এওজবালিয়া ইউনিয়নে  মো. বেলাল হোসেন, দাদপুর ইউনিয়নে মিজানুর রহমান শিপন, কালাদরাপ ইউনিয়নে শাহাদাত উল্যাহ সেলিম ও ১০ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

কবিরহাট উপজেলার আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- নরোত্তমপুর ইউনিয়নে এ কে এম সিরাজ উল্যাহ, ধানসিঁড়ি ইউনিয়নে কামাল খান, চাপরাশিরহাট ইউনিয়নে মো. মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউনিয়নে মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগ ইউনিয়নে একেএম আলাউদ্দিন ভুঁইয়া। 

একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন, সুন্দলপুর ইউনিয়নে হাজী মো. ইলিয়াছ, ধানশালিক ইউনিয়নে মো. সাহাব উদ্দিন।  

সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন এবং কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh