এনসিটিবি চেয়ারম্যান ওএসডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:৫৬ পিএম

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। ফাইল ছবি

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা পিআরএলে (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) যাচ্ছেন আগামী ৩০ ডিসেম্বর। এ কারণে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রসায়ন বিভাগের অধ্যাপক প্রদীপ চক্রবর্তীকেও প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) কারিকুলাম বিশেষজ্ঞ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা জোহরার প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়।   

এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, আমাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। এ কারণে মাউশিতে পদায়ন করা হয়েছে। কেউ এর নেতিবাচক ব্যাখ্যা দিলে সেটি দুঃখজনক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ গোলাম ফারুক বলেন, তাদের চাকরির মেয়াদ শেষ। সেজন্য এমনটা হতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh