সড়ক বিভাজক ভেঙে মাইক্রোবাসের উপর এনার বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪২ পিএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:২৮ এএম

সড়কের বিভাজক ভেঙে মাইক্রোবাসের উপর উঠে যায় বাস। ছবি : সংগৃহীত

সড়কের বিভাজক ভেঙে মাইক্রোবাসের উপর উঠে যায় বাস। ছবি : সংগৃহীত

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক ডিভাইডার ভেঙে বিপরীতমুখী মাইক্রোবাসের উপর এনা পরিবহনের একটি বাস উঠে পড়ে। এতে মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার এসআই  রাসেল পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বেপরোয়া বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশে চলে আসে। এ সময় বাসটি বিপরীতমুখী একটি মাইক্রোবাসের উপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাস চালক কিছুটা আহত হয়েছেন। গাড়ি দুটিকে রেকার দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাসের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুটা যানজট তৈরি হয়।

সোশ্যাল মিডিয়ায় এ দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে উদ্বেগ জানিয়েছেন অফিসগামী অনেকেই। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh