পাকিস্তান সেনাবাহিনীকে আটকে দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:১২ পিএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১, ১০:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনীকে সীমান্তে বেড়া দেওয়ার সময় ফের বাধা দিয়েছে তালেবান। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দক্ষিণপশ্চিম নিমরোজ প্রদেশের ডুরাল্ড লাইন বরাবর পাকিস্তান বাহিনী বেড়া দিচ্ছিল। তারা আফগানিস্তানের চাহারবলুক জেলা সীমান্তের ১০ থেকে ১৫ মিটার ভেতরে প্রবেশ করলে তালেবান শাসিত আফগান বাহিনী পাক বাহিনীকে থামিয়ে দেয়। তারা বেড়া দেওয়ার সামগ্রী জব্দ করে। 

বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যম প্রাদেশিক গভর্নর দপ্তরের কর্মকর্তাদের মন্তব্য জানতে চায়; কিন্তু কোনো মন্তব্য পায়নি। 

এর আগে গত সপ্তাহে নানগারহার প্রদেশের পাশে পাকিস্তানি সামরিক বাহিনী সীমান্ত বেড়া তোলার সময় তালেবান বাহিনী তাদের বাধা দেয়।

কাবুলের আপত্তি সত্ত্বেও পাকিস্তান দুই দেশের মধ্যবর্তী ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের অধিকাংশ অংশে বেড়া তুলে দিয়েছে। ব্রিটিশ আমলে নির্ধারণ করা এই সীমান্তের কারণে ওই অঞ্চলের বহু পরিবার ও গোত্র দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এই সীমান্ত নিয়ে  আফগানিস্তান তীব্র আপত্তি আছে।  

গত ২৫ ডিসেম্বর তালেবান সরকারের সেনাবাহিনী প্রধান ক্বারী ফাসিহউদ্দিন বলেছেন, তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ। তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না। আফগানিস্তানের নানগরহার প্রদেশের লালপুরি জেলায় সেনা সদস্যদের তৎপরতা পর্যবেক্ষণে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

সূত্র: পাজহোক নিউজ, আফগানিস্তান

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh