আয়কর রিটার্ন দাখিল রবিবার পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৯:৫৫ এএম

এনবিআর

এনবিআর

শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামীকাল রবিবার (২ জানুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সময় বাড়ানোর কথা জানিয়েছে। 

এনবিআর জানায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) ২০২১-২২ করবর্ষের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল। কিন্তু শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় সব কর অফিস বন্ধ থাকবে। তাই করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এদিকে জরিমানা পরিহারের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেয়ার আহ্বান জানিয়েছে এনবিআর। 

এর আগে রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সময় বাড়ানো হয়। -বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh