নতুন বছরে গুগলের ডুডল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ১০:৪০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশেষ কোনো দিন এলেই নিজস্ব কায়দায় ডুডলের মাধ্যমে উদযাপন করে গুগল। ইংরেজি নববর্ষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। নতুন বছর উদযাপন করতে নতুন ডুডল এনেছে গুগল।

নতুন বছর ১ জানুয়ারি শুরু হওয়ার পর অর্থাৎ রাত ১২টার পর গুগল ডুডলে পরিবর্তন দেখা গেছে।

গুগল লেখাটি সাজানো হয়েছে নানান রঙে, সেইসঙ্গে সেলিব্রেশন টুপি আর চকলেট টফি দিয়ে সাজানো। চকলেটের গায়ে সজ্জিতভাবে লেখা ২০২১ আর চকলেটটি ভেঙে অ্যানিমেশনের মাধ্যমে বেড়িয়ে আসছে গোলাপি রঙে বোল্ড করা ২০২২ লেখাটি। সেই সঙ্গে গুলগ লেখার ‘G’ এর মাথায় বসানো হয়েছে একটি সেলিব্রেশন টুপি।

গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year's Day 2022 (Festivity) এর নিচে Saturday, January 1, লেখা। তার সঙ্গে নিচে রয়েছে New Year's উদযাপনের কিছু ছবি। আর ডান দিকে একটি ভেঁপু সিম্বল। ভেঁপুতে ক্লিক করলে বেজে উঠছে সেটি। এর সঙ্গে গোটা পাতাটি ভরে যাচ্ছে রঙিন কাগজে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh