নাটোরে বছরেরর প্রথম দিনে শিশুরা পেল নতুন বই

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৩:৩১ পিএম

নতুন বই বিতরণ

নতুন বই বিতরণ

নাটোরে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

এসময় জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনসহ সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে খুশী কোমলমতি শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে।

জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বছরের প্রথমদিনে আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে খুশী।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এই সরকারের বড় চ্যালেঞ্জ ছিলো নতুন বছরের শুরুতেই সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া। বছরের প্রথম দিনেই তুলে দিতে পেরে আমরা যেমন খুশী তেমনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। 

এবার জেলার ২ লাখ ৬ হাজার ৭৫০ জন মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল ও ভকেশনালের শিক্ষার্থীর মাঝে ২৭ লাখ ৮৭ হাজার ৬৮৮টি, সরকারী ও এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৯৯ হাজার ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৮ লাখ ৭৩ হাজার ৪৪২টি বই বিতরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh