সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৭:৩৫ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম

অভিনেতা সোহেল রানা

অভিনেতা সোহেল রানা

আইসিইউতে থাকা বর্ষীয়ান অভিনেতা সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিকালে খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী জিনাত বেগম।

অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর বলেন, ‘বাবার অবস্থা গতকালের চেয়ে আরও খারাপ। চিকিৎসকরা একটি ইনজেকশন আনার জন্য বলেছেন। অনেক জায়গায় যোগাযোগের পর সন্ধ্যায় ইনজেকশনটি পেয়েছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন সোহেল রানা। এরপর হাসপাতালে পরীক্ষা শেষে রিপোর্ট আসে করোনা পজিটিভ। গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh