ঝিনাইদহে ভাইকে হত্যার কথা স্বীকার করলো বড় ভাই

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম

আজানুর মন্ডল

আজানুর মন্ডল

ঝিনাইদহের মহেশপুরে ইনামুল হক মন্ডল (৪১) নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে ভাই আজানুর মন্ডল (৫০)। 

পুলিশের হাতে আটক নিহত ইনামুল হক মন্ডলের মেজো ভাই আজানুর মন্ডল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।

শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহেশপুর থানা চত্বরে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, নিজেদের জমি জমা নিয়ে বিরোধের কারণেই মেজো ভাই আজানুর মন্ডল ঘুমন্ত ছোট ভাই ইনামুল হক মন্ডলের মাথায় হাতুড়ি দিয়ে প্রথমে আঘাত করে। পরে দুই ভায়ের মধ্যে বেশ কিছু সময় ধস্তাধস্তি হয়। পরে গলায় মাফলার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই আব্দুল জলিল প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মহেশপুর দত্তনগর সড়কের চৌমহনী বাজারের চা বিক্রেতা ইনামুল হক মন্ডলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শুক্রবার সকালে নিহত ইনামুল হক মন্ডলের লাশ উদ্ধার করা হয়। ওই দিন বিকালে তার মেজো ভাই আজানুর মন্ডলকে আটকসহ হাতুড়ি ও মাফলার উদ্ধার করা হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh