ইয়েমেনে সংঘর্ষে প্রায় ২০০ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৮:৩২ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২, ০৯:২৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় ২০০ যোদ্ধা নিহত হয়েছে।

সামরিক ও চিকিৎসা সূত্র গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ও সরকার সমর্থক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।

ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী  বিশাল সেনাবাহিনীও ৭০ জন  যোদ্ধাকে হারিয়েছে।

ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে প্রায় সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, এই সংঘাতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে।

বিদ্রোহীরা গত সোমবার (৩ জানুয়ারি) জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসা সামগ্রী বহন করছিল বলে দাবি করা হয়েছে। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh