দাখিলের রেজিস্ট্রেশন নবায়ন ২৩ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১১:৩৪ এএম

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড

গত বছরের দাখিল পরীক্ষায় এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে ২০২২ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এর মধ্যে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২১ সালে শেষ হয়েছে তারা রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবেন। এর জন্য আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গত সোমবার (৩ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন নবায়নে ২০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। তবে অতিরিক্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে বোর্ডে।

রেজিস্ট্রেশন নবায়নের ক্ষেত্রে আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপিসহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের নামে সোনালী ব্যাংকের যেকোনও শাখা থেকে ২৩ জানুয়ারির মধ্যে অবশ্যই বোর্ডে আবেদন করতে হবে।

আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপি ও বিলম্ব ফিসহ ৩০০ টাকার ব্যাংক ড্রাফটসহ বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh