ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ১২:৫০ পিএম

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। ছবি : সংগৃহীত

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় অন্তত ৫০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত আট থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড  ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, সকাল ৮টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। 

তিনি আরও বলেন, সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন আট থেকে ১০ জন। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা উদ্ধার কাজ শুরু করেছি। আটজন নিখোঁজ রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh