বিমিশ্র বিষাদ

ইকবাল আহমদ

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০২:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

(১)
অবিমিশ্র বিষাদের জন্যই এই জগৎ উদ্দেশ্যপূর্ণ
অনস্তিত্ব থেকে অস্তিত্বময়তা যে বিষাদে পরিপূর্ণ
আবারও শূন্যতায় সত্তার সমাপন বিষাদ সম্পূর্ণ 
সবই মূল্যহীন অসীম বিষাদ ছাড়া নিতন্ত অপূর্ণ।

(২)
কেউ কখনেই আমার জন্য ত্যাগ স্বীকার করেনি
ঋয় আর ঘৃনা ছাড়া কোনো বেদনায় কিছু ধরেনি
নিতান্ত দায়ভার বহনে ক্লান্তি ছাড়া অন্যথা সরেনি
ভয়াবহ এ আমার জন্য আমি ছাড়া কেউ মরেনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh