অলৌকিক মৃত্যু

হিমেল হাসান বৈরাগী

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ১১:৫৪ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ১১:৫৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রবীন্দ্রনাথ একেশ্বরবাদী ছিলেন, আমি একাকীত্ববাদী... 

একাকীত্ব ভেঙে গেলে যে অনুভূতি হয় তা মূলত 
কারো বিয়ে ভাঙার মতোই বেদনাদায়ক। কারণ একা 
একা আমি যতটা আনন্দ করি, কোন বিয়ে বাড়িতে 
সকলে মিলে ওতটা আনন্দ করতে পারে না।

আড়ম্বড় আয়োজনের ভেতরে আনন্দের চেয়ে হৈ-
হুল্লোড় আর উন্মাদনাই বেশি থাকে। 

আনন্দ কোনো অলীক বস্তু নয়, জোর জবরদস্তি 
করেও তা হয় না। এর জন্য জীবন ব্যাপী 
সাধনারও প্রয়োজন নেই। 

আনন্দ রাস্তার ভিক্ষুকের মতো আপনা আপনি 
আমার কাছে আসে। এবং আমি প্রায় 
সময়েই একরকম অলৌকিক মৃত্যুর ভেতর 
দিয়ে নতুন নতুন জন্মের আনন্দ পেয়ে থাকি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh