যুক্তরাজ্যে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৩:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। গতকাল শনিবার (৮ জানুয়ারি) দেশটির সরকার এ কথা জানায়।

দেশটিতে মহামারি শুরুর পর এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫০ হাজার ৫৭ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিকে থেকে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে কেবল রাশিয়া।

এদিকে ব্রিটেনে গত সপ্তাহে দুই লাখেরও বেশি লোকের করোনা আক্রান্তের রেকর্ড তৈরি হয়। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যা এখন কমে এসেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।

এদিকে যুক্তরাজ্যে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।

যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল। সেসময় অবশ্য টিকা পাননি ব্র্রিটিশ নাগরিকেরা।

এ প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছে। দেশটিতে ১২ বছরের বেশি ৬১ শতাংশ মানুষ এর মধ্যেই বাড়তি এই ডোজটি নিয়েছে। তবে এখনও অনেকেই টিকার কোনও ডোজ নেয়নি। তাদের টিকাদানের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে সরকার। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh