নিঃসঙ্গ নিকেতনহীন

আব্দুল আলিম

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৪:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অনিকেত নিঃসঙ্গ মানুষ আমি, সমুখের একমাত্র ধ্রুবতারা 
সুন্দরের পথ সাধনার পথ-তোমার জন্য হে সত্য সুন্দর 
নিজেকে নিগড়ে বাঁধিনি, সাধারণ জীবননদীতে ডুবে আছি-
যে বহমান ধারা আমারই মতো সুন্দর।

পৃথিবীতে সে ধারাকে অবজ্ঞা করে, যদি ঢিল ছোঁড়ে-
তবে সে স্রোতস্বিনীর স্রোত কষ্ট পাবে না-মুক্তা ছড়াবে 
হৃদয়ের ধানমাঠে। এই তো একা আমি-শুধুই একাকী
নির্বাসিত জীবন- তোমরা তা বিশ্বাস করো কিনা জানি না। 

তবে আরও জেনেছি জীবনপাঠের ঝুলিতে শুধুই শূন্যতা- 
যে শূন্যতার শুরু আছে শেষ নেই, দূরে দৃষ্টি মিলিয়ে দেখি 
আগেও শূন্য ছিলাম-ফিরেও যাচ্ছি সে অশেষ শূন্য পথে
যে পথে শুধ আছে যাতনাময়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh