বাউল বেশে ২০ বছর আত্মগোপনে সিরিয়াল কিলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ১১:১৯ পিএম

সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। ছবি: সংগৃহীত

সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। ছবি: সংগৃহীত

পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে রাখেন বড় চুল ও দাঁড়ি। পলাতক থেকে কখনো করতেন বাউল গান ও গানের মডেলিং। অথচ তিনি ছিলেন একাধিক হত্যা মামলার আসামি।

দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ খ্যাত গানের বাউল ও মডেল এবং সিরিয়াল কিলার সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে র‌্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আলোচিত গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ংকর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজাও রয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সব সময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন। অবশেষে র‌্যাব তাকে গ্রেফতার করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh