মিউজিক ভিডিওতে সিরিয়াল কিলার প্রসঙ্গে গায়ক পলাশের বক্তব্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম

র‌্যাবের হাতে আটক খুনি হেলাল

র‌্যাবের হাতে আটক খুনি হেলাল

গায়ক কিশোর পলাশের গাওয়া জনপ্রিয় গান ‘ভাঙা তরী ছেঁড়া পাল’-এর ভিডিও প্রায় ছয় বছর আগে ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিকে প্রকাশ পায়। এতে কয়েক সেকেন্ডের জন্য বাউল বেশধারী এক ব্যক্তিকে দেখানো হয়। র‌্যাব বলছে, বাউল বেশধারী ওই ব্যক্তি আসলে দুর্ধর্ষ এক খুনি।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সেই মিউজিক ভিডিওর গানের শিল্পী কিশোর পলাশ। তিনি বলেন, ‘গানটির ভিডিও করার জন্য আমরা ঢাকার পাশে লোকেশন বেছে নিই। ভিডিওটির নির্মাতা নোমান রবিন ভাই। মূলত আমাদের কোনো মডেল ছিল না। আমরা রাস্তার পাশে যাকে পাই তাকেই আমাদের গল্পের সঙ্গে মিলে গেলে তাকে মডেল হওয়ার অফার করি। দেখবেন, আমাদের গানে একজন মুচি, রাস্তার মানুষ ও ওই বাউলশিল্পী, মানে যে সিরিয়াল কিলার, আছে। আসলে উনি যে সিরিয়াল কিলার, এত খারাপ একজন মানুষ তা আমাদের পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব ছিল না।’

গানের ভিডিওতে গায়ক কিশোর পলাশের সঙ্গে খুনি বাউল সেলিম

কিশোর পলাশ বলেন, ‘আমরা ওইদিন নারায়ণগঞ্জ রেল স্টেশনের আশেপাশে শুটিং করছিলাম। হঠাৎ বাউল সেলিমকে দেখতে পাই রেললাইন দিয়ে কোথায় যেন হেঁটে যাচ্ছে। মনে হলো লোকটাকে ভিডিওতে সামান্য সময়ের জন্য ধরতে পারলে ভালো হতো। যেহেতু এটি ফোক, কিছুটা আধ্যাত্মিক ধরনের গান। তাকে বললাম, সে এক কথায় রাজি হয়ে গেল। আমরা শুটিং করলাম। এই শুটিংয়ের ঘটনা ৬ বছর আগের। আর এই মুহূর্তে জানলাম লোকটা সিরিয়াল কিলার। আমার এমন একটা জনপ্রিয় গানের মডেল খুনি, ভাবতেই কষ্ট হচ্ছে। ঘটনাটি শোনার পর থেকে খুব খারাপ লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা অবশ্য একদিক থেকে ভালো কাজই হয়েছে। একটি গানের-ভিডিওর সূত্র ধরে এত বড় একজন অপরাধী ধরা পড়ল।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh