২০০ লোক নেবে বিআরটিসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান) পদে অস্থায়ী ভিত্তিতে ২০০ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান)

পদসংখ্যা: ২০০

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী।

বেতন স্কেল: ৮ হাজার ৮০০-২১ হাজার ৩১০ টাকা (গ্রেড-১৮)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

যেসব জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই: নারায়ণগঞ্জ, বগুড়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর (এতিম ও শারীরিক প্রতিবন্ধী ছাড়া)।

বয়সসীমা

প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর (৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে)। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। 

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১৫০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh