শ্রমিক ছদ্মবেশী পুলিশের কাছে ধরা ৭ মামলার আসামি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৪৮ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২, ১০:১২ পিএম

পুলিশি হেফাজতে গ্রেফতার আসামি। ছবি: সংগৃহীত

পুলিশি হেফাজতে গ্রেফতার আসামি। ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে শ্রমিক ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি ধরেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে একটি গরু চুরির মামলায় ফরহাদ হোসেন (৩৫) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদ উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আকন্দ জানান, গত ৫ ডিসেম্বর রাতে উপজেলার গোনা গ্রামের জাহিদুর রহমানের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এ ঘটনায় থানা পুলিশ গত ৮ ডিসেম্বর রাতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার এবং ফারুক হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হলে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল ইসলাম লুক্কার ছেলে সজীবকে গ্রেফতার করা হয়।

পরে মামলার অপর পলাতক আসামি ফরহাদ হোসেন তেবাড়িয়া মাঠের মধ্যে রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেন ও এএসআই সোহেল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রমিক ছদ্মবেশ ধরে মাঠের মধ্যে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে।

ওসি বলেন, ফরহাদের বিরুদ্ধে গরু চুরির নিয়মিত মামলাসহ একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে মাদক, চুরি, মারপিটসহ মোট ৭টি মামলা রয়েছে। তাকে শুক্রবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh