সুইডিশ রাষ্ট্রদূত যখন রিকশাচালক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১১:২৭ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইডেন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেছে সুইডেনের ঢাকা দূতাবাস। সেখানে রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে শাড়ি পরে রিকশা চালাতে দেখা গেছে।

১০ জানুয়ারি সুইডিশ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ফেসবুকে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০২২ একটি গুরুত্বপূর্ণ বছর-সুইডেন ও বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে! তবে আপনারা কি জানেন, আমাদের দূতাবাসে সুইডিশ-বাংলাদেশি সম্পর্কের ১০০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে? চলুন আমাদের দূতাবাসের কিছু সহকর্মী এ বিষয়ে কী বলছেন, তা শোনার মধ্য দিয়ে নতুন বছর শুরু করি।’

২ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওর শুরুতে দেখা যায়, একটি রিকশার পাশে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। রিকশায় বসে আছেন দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ক্রিস্টিন জোহানসন।

ভিডিওর শেষে ক্রিস্টিন জোহানসনকে বসিয়ে রিকশা চালিয়ে যেতে দেখা যায় রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে। রিকশাচালকের আসনে বসেই সবার উদ্দেশে হাত নাড়েন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh