আসামি ধরতে গিয়ে পা ভাঙল পুলিশ সদস্যের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ১১:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি ধরতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর কবির। তার পায়ের দুই স্থানে ভেঙে গেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) আহত অবস্থায় তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি, উপজেলার মিরপুর সংলগ্ন তিতারকোনা গ্রামের ইয়াকুব উল্লাহর ছেলে সাহেব আলী আত্মগোপনে রয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আলমগীর কবীর গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর তিতারকোনা নামের একটি স্থানে ওই মামলার আসামিকে গ্রেফতার করতে অভিযানে যান। এ সময় আসামিকে ধরতে গেলে তার পা ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, ‘অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স হাসপাতালে পাঠানো হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh