ময়মনসিংহ থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৮:১৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরণের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা এই ঘোষণা দেন।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর থেকে সব ধরণের পরিবহন বন্ধ থাকবে। 

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জানুয়ারি ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ দ্রুত করা না হলে আগামী ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার আলটিমেটাম দিয়েছিলেন নেতাকর্মীরা।

ওই সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেছিলেন, ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজনের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই রাস্তাটা চলাচলের উপযোগী করার দাবি করেছিলেন। যদি ১৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী না করা হয়, তাহলে ১৬ জানুয়ারি থেকে সব ধরণের পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh