একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৯:১০ পিএম

ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা নিয়ে বুয়েটের সাথে আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভা হয়েছে। সভায় দুইদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। 

তিনি বলেন, আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে একাদশে ভর্তির আবেদনের সময় দুদিন বাড়ানো হয়েছে।

মোয়াজ্জেম হোসেন বলেন, এসএসসিতে এবার ২০ লাখ ৯৬ হাজার শিক্ষার্থী পাস করেছে। সেখানে এখন পর্যন্ত আবেদন করেছে ১৫ লাখেরো বেশি শিক্ষার্থী। আমরা ধারণা করছি, আরো এক থেকে দেড় লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করবে। এর বাইরে মেডিকেল টেকনোলজি, নার্সিং, পলিটেকনিকে দুই থেকে আড়াই লাখ শিক্ষার্থী ভর্তি হবে। আমাদের হাতে যেহেতু সময় আছে, তাই সময় বাড়ানো হয়েছে। তবে, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে অন্য সব কাজ ঠিকমতোই হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh