ইভিএমের কারসাজিতে হেরেছি: তৈমুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ১০:১৬ পিএম

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন তৈমুর আলম খন্দকার। ছবি সংগৃহীত

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন তৈমুর আলম খন্দকার। ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারসাজিতে হেরেছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। 

রবিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন। 

নাসিক নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুরের চেয়ে বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার নাসিক মেয়র হলেন আইভী। 

মোট ১৯২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। অর্থাৎ ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

এ পরিপ্রেক্ষিতে তৈমুর বলেন, ‘আমি আগেই বলেছিলাম; প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশন (ইসি) আমার জন্য ঝুঁকিপূর্ণ। সেটাই প্রমাণিত হয়েছে। এ সিটির নির্বাচনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে তারা। আমি ইভিএমের কারসাজিতে হেরেছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh