যমুনা ব্যাংকের উদ্যোগে মিলছে ফ্রি চিকিৎসা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, শিশুরোগ, হৃদরোগ ও সাধারণ চিকিৎসা সেবা এবং গরিব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। 

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবাপ্রত্যাশী মানুষ।

চিকিৎসা শিবিরে ৪ হাজার ৫৬২ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৫০১ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh