কঙ্গোয় সহিংসতায় নিহত ১৫

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর পৃথক হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় তৃণমূল গোষ্ঠীগুলোর প্রতিনিধি এনগন্ডজোল আসানি এএফপিকে জানিয়েছেন, কোডেকো নামে একটি মিলিশিয়া গ্রুপ রবিবার স্থানীয় মাবাঙ্গা গ্রামে ভাঙচুর-লুটপাট চালায় এবং চার নারীসহ ছয় জনকে হত্যা করে।

আসানি বলেন, এ সময় আশেপাশে কঙ্গোর কোনো সেনা ছিল না।

একজন স্থানীয় প্রধান বলেন, আরো দক্ষিণে ইরুমু অঞ্চলে, কোডেকোর গ্রুপের এবং পেট্রিওটিক ও ইন্টিগ্রেশনিস্ট ফোর্স অব দ্য কঙ্গো (এফপিআইসি) সদস্যরা রবিবার কোকোনয়াঙ্গি গ্রামে হামলা চালায়।

এলাকার একজন নেতা জোনাস লেমি জোরাবো বলেছেন, সেখানে ১১টি মৃতদেহ পাওয়া গেছে এবং আরো ১০ জন বেসামরিক লোক আহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ কিভু সিকিউরিটি ট্র্যাকার বলেছে, কোকোনয়াঙ্গিতে ৯ জন মারা গেছে।

বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh