উন্নত চিকিৎসার লক্ষ্যে ভারত যাচ্ছেন তপু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১১:৫১ পিএম

তপু বর্মন

তপু বর্মন

হাঁটুর চিকিৎসা করাতে ভারত যাচ্ছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন। স্বাধীনতা কাপের সময় তিনি হাঁটুতে চোট পেয়েছিলেন।

৪ ডিসেম্বর হাঁটুতে চোট পাওয়ার পর চিকিৎসক তাকে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য তপুকে ভারত যেতে হচ্ছে। মুম্বাইয়ে চিকিৎসা করাবেন তপু। মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যগ করবেন তিনি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফের মধ্যে বুটের স্পাইক আটকে গিয়ে বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পান তপু। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন দেশের অভিজ্ঞ এই ডিফেন্ডার।

তপু বর্মন বলেছেন, ‘ভিসা হাতে পেয়েছি। মঙ্গলবার সকালে রওনা হব। ২১ জানুয়ারি মুম্বাইয়ের ডাক্তার দেখাব। কতদিন থাকতে হবে তা নির্ভর করছে চিকিৎসকের ওপর।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh