সাইবার প্রতিরক্ষায় বৈশ্বিক বিনিয়োগের অর্ধেকই ইসরায়েলে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১১:৫৯ পিএম

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েল সবাইকে ছাড়িয়ে গেছে। এ খাতে মোট বৈশ্বিক বিনিয়োগের অর্ধেকই ইসরায়েলে হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির এ যুগে বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠান নিজেদের গোপন তথ্য সুরক্ষিত রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। কারণ, প্রায়ই সাইবার আক্রমণের মাধ্যমে বিভিন্ন দেশের গোপন নথি হ্যাক হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এ অবস্থায় দেশগুলো নিজেদের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখতে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। 

দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে সাইবার প্রতিরক্ষায় বিনিয়োগের বিষয়টি তুলে আনেন বেনেট। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে এর প্রতিরক্ষা বলয় তৈরির দিকে জোর দেন তিনি। 

বেনেট বলেন, ‘অত্যাধুনিক সাইবার প্রতিরক্ষা বলয় প্রতিষ্ঠা করতেই ইসরায়েল এ প্রযুক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। আর সে কারণেই সাইবার প্রতিরক্ষায় আমরা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছি।’

তিনি বলেন, এরই মধ্যে গত কয়েক বছরে সাইবার কোম্পানিগুলোতে বিশ্বব্যাপী বিনিয়োগের প্রায় অর্ধেক ইসরায়েলে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh