বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১২:২৩ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২, ০২:০৯ পিএম

 স্প্যানিয়ার্ড স্যাতার্নিনো দে লা ফুয়েন্ত

স্প্যানিয়ার্ড স্যাতার্নিনো দে লা ফুয়েন্ত

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্পেনের স্প্যানিয়ার্ড স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা গেছেন। গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস আজ বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

লন্ডনভিত্তিক সংস্থাটি ফুয়েন্তেকে তার ১১২ বছর ২১১ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

তার ১১৩তম জন্মদিনের আর মাত্র তিন সপ্তাহ বাকি ছিল। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্পেনের নিজ শহর লিওনের বাড়িতে তার মৃত্যু হয়।

ফুয়েন্তে ১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি লিওনে জন্মগ্রহণ করেন। তার সাত সন্তান, ১৪ নাতি-নাতনী ও তাদের ঘরে আরও ২২ জন সন্তান রয়েছে।

গিনেস ওয়েবসাইট থেকে জানা গেছে, এর আগের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ফ্রান্সের জ্যাঁ লুইস কালমেন্ট। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান। তিনি ১৮৭৫ সালের ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছিলেন। -এএফপি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh