করোনামুক্ত হয়ে কাজে ফিরেছেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পিএম

নিজ দফতরে কাজ করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

নিজ দফতরে কাজ করছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

গত ১৩ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাত দিন পর করোনা মুক্ত হয়ে তিনি নিজ দফতরে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, করোনামুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ কোভিড-১৯ পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলা পাওয়ার পর বিকেল সাড়ে ৪টায় তিনি দফতরে আসেন। এখনও দাফতরিক কার্যক্রমেই ব্যস্ত আছেন।

এর আগে ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দিলে ওই দিন তার রেজাল্ট পজিটিভ আসে। এছাড়া তার কয়েকদিন আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। সেই সঙ্গে মেয়রের গ্যানম্যানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh