নোবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৯:৪১ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সশরীরে চলমান সকল ধরনের পরীক্ষা ও ক্লাস বন্ধ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। 

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

২১ জানুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি হতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রজ্ঞাপন জারির আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করে নোবিপ্রবি প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ ২১ জানুয়ারি ২০২২ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইন কার্যক্রমসমূহ (ক্লাস) চলমান থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে সকল অফিস কার্যক্রম সীমিত পরিসরে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড় ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh