নিজেকে এতিম দাবি করে কাঁদলেন জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৭:২০ পিএম

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জায়েদ খান নিজেকে এতিম দাবি করে কেঁদে ফেলেন। অশ্রুসিক্ত জায়েদ বলেন, সদ্য আমার মা মারা গেছেন। বাবাকেও হারিয়েছি অনেক আগে। আমি এখন এতিম। এই শিল্পী সমিতিই আমার সব। সমিতির সদস্যরা আমার পরিবার। সিনিয়র শিল্পীরা আমার বাবা-মা।

রবিবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন হলে জায়েদ খান বলেন, আপনাদের অনুরোধ, যদি ভালো কাজ করে থাকি আমাকে ভোট দিন। মিশা-জায়েদের পুরো প্যানেলকে জয়যুক্ত করুন। অনেকগুলো ভালো কাজের ভিড়ে কিছু ‍ভুল থাকতেই পারে। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ভোট দিন।

বিগত দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে শিল্পীদের উন্নয়নে কী কী কাজ করেছেন, তার একটা সংক্ষিপ্ত বর্ণনাও এ সময় তুলে ধরেন জায়েদ।

জায়েদ বলেন, শিল্পী সমিতির আমূল পরিবর্তন এসেছে আমাদের হাত ধরে। করোনা মহামারির মধ্যে যেসব শিল্পী মারা গেছেন তাদের লাশ মৃত্যুকে ভয় না করে আমি আর মিশা ভাই দাফনের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী থেকে শিল্পীদের কল্যাণে ফান্ড এনেছি।

আমাগীতেও যেন শিল্পীদের পাশে থাকতে পারেন সেই সুযোগ চান জায়েদ খান ও তার প্যানেলের প্রার্থীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh