চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটির সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:৪৮ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২, ১১:৫৮ এএম

ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষ। ছবি : চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষ। ছবি : চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার আলীনগর এলাকার হাজীর মোড়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।


তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে মাছ বিক্রি করে করিমন যোগে বাড়ি ফেরার পথে হাজির মোড় এলাকায় রেল লাইনে করিমনটি আটকা পড়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। এসময় হাজীর মোড় এলাকায় পৌঁছালে একটি মাছভর্তি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh